ইচ্ছামৃত্যু
শান্তনু পাত্র
আগুন নিভে আসে
এখন শুধু মরা কাঠের চিৎকার
অন্ধ হওয়ার ভয়ে
মৃত্যুবর্ণা ফুলের কাছে যাইনি কখনো
এখানে স্মৃতির কোনো রং নেই, অভিপ্রায় নেই
ঘুমের পালকে দেবতা হয়ে উঠি
পূর্বজন্মের স্পর্ধায়
শান্তনু পাত্র
আগুন নিভে আসে
এখন শুধু মরা কাঠের চিৎকার
অন্ধ হওয়ার ভয়ে
মৃত্যুবর্ণা ফুলের কাছে যাইনি কখনো
এখানে স্মৃতির কোনো রং নেই, অভিপ্রায় নেই
ঘুমের পালকে দেবতা হয়ে উঠি
পূর্বজন্মের স্পর্ধায়
স্বেচ্ছামৃত্যু আমিও নিতে রাজি।