রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

কবিতা

 সুদকষা

মোহনা মজুমদার


তুমি উড়তে চেয়েছিলে ডানা মেলে

ছুঁতে চেয়েছিলে দিগন্তের কৃষ্ণকলি

ভাসতে চেয়েছিলে তরীর বুকে

ঠিক যতটায় তোমার আমার জায়গা ধরে

মিশতে চেয়েছিলে তীব্র বন‍্যতায় 

শুধু হাত টা ধরতে চাওনি।


সবাই শুধু অপশনে ক্লিক করে

মিলে গেলে, চলো হাটি কিছু পথ

নইলে সীন না করা অথবা আনফ্রেন্ড বাটন

লাস্ট অপসন 'ব্লক' তো আজ মুড়িমুড়কি

কি সহজ ডিলিট করা।

জীবন কিন্তু চলতেই থাকে নিজের গতিতে

দিনের শেষে সবই হয় জঞ্জাল।

তাই তুমি করেছো আগাছা সাফ,

আমি করেছি স্মৃতির সুদকষা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন